“তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকালে বেলুন উড়িয়ে ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শুরু হয় দিবসটি উদযাপন। পরে ময়মনসিংহ জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন ও গণপূর্ত অধিদপ্তর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলায়তনে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ গনপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ মঈনুল ইসলামের সভাপতিত্বে ও ময়মনসিংহ গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ জিল্লুর রহমান সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তার,মসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হকসহ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে রাখেন, ময়মনসিংহ গণপূর্ত সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা কামাল।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS