Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

বৃটিশ উপনিবেশের সময় ১৮৪৯ সালে পাঞ্জাব প্রদেশের লাহোরে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের আনুষ্ঠানিক কাজ শুরু হয় কাজ শুরু হয়। ১৮৫৪ সালে বাংলা প্রদেশে পি.ডব্লিউ.ডি এর যাত্রার সূচনা হয়। বৃটিশ শাসনকালে কেন্দ্রীয় সরকারের অধীনে পি.ডব্লিউ.ডি এবং প্রাদেশিক সরকারের অধীনে সি.এন্ড.বি নামে দুটি সংস্থা পূর্ত কাজের দায়িত্ব পালন করে। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পরও একইভাবে দুটি সংস্থা দায়িত্ব পালন করতে থাকে।

স্বাধীন বাংলাদেশ সৃষ্টির পর ১৯৭৭ সালে পি.ডব্লিউ.ডি ও ইমারত পরিদপ্তর একীভূত হয়ে পি.ডব্লিউ.ডি নাম প্রকাশ পায়। ময়মনসিংহ গণপূর্ত বিভাগ ১৯৪৮ সাল হতে কার্যক্রম শুরু করে বর্তমানে এই বিভাগের অধীনে তিনটি উপবিভাগ রয়েছে, যথাঃ ময়মনসিংহ গণপূর্ত উপবিভাগ, কেন্দুয়া গণপূর্ত উপবিভাগ এবং ই/এম গণপূর্ত উপবিভাগ।

ময়মনসিংহ গণপূর্ত বিভাগ এই জেলার অধীন বিভিন্ন সরকারী স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আস্থার সাথে পালন করে আসছে।